27877

07/09/2025 বিগত ৩ নির্বাচনকে ভালো বলা বিদেশি পর্যবেক্ষকদের রাখা হবে না: সিইসি

বিগত ৩ নির্বাচনকে ভালো বলা বিদেশি পর্যবেক্ষকদের রাখা হবে না: সিইসি

রাজ টাইমস ডেস্ক

৮ জুলাই ২০২৫ ১৩:৩৪

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শেখ হাসিনার আমলে করা গত তিন নির্বাচনকে সেসব বিদেশি পর্যবেক্ষক বৈধ বলে সার্টিফিকেট দিয়েছিলেন, তাদেরকে আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।

মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি ও আগামী নির্বাচন আমরা ঠিকমত সম্পূর্ণ করতে পারব কিনা এ বিষয়ে কানাডা হাইকমিশনার জানতে চেয়েছেন। আমাদের প্রস্তুতির বিষয়টা বিস্তারিত আমরা জানিয়েছি বিশেষ করে আমরা এওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা শুরু করব।

মাসিভ স্কেলে সারাদেশব্যাপী ভোটার এডুকেশন শুরু করব। নির্বাচনে পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের ট্রেনিংয়ে কানাডা আমাদের সহযোগিতা করবে। আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল ভোটারদেরকে কিরকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমফাসাইজ করেছেন।

তিনি আরও বলেন, হিল এরিয়াতে এয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা কিভাবে করবেন সে বিষয়ে কানাডা হাইকমিশনার জানতে চেয়েছেন। কানাডা হাইকমিশনার জানতে চেয়েছেন, নির্বাচনের সময়ে এআইয়ের অপব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিষয়ে জানতে চেয়েছেন। যেহেতু কিছুদিন আগে কানাডায় নির্বাচন হয়েছে সেখানে তাদের এআই সম্পর্কিত বিষয়গুলো মুখোমুখি হতে হয়েছে।

নাসির উদ্দিন বলেন, আমরা কানাডার কাছে নির্বাচনের বিষয়ে কিছু সহযোগিতা চেয়েছি হাইকমিশনার আমাদের আশ্বস্ত করেছে বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সহযোগিতা করবেন।

নির্বাচনের সময়সীমার বিষয়ে কানাডা হাইকমিশনার জানতে চেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন আমিও তাই জানি। ভোট যেদিন হবে হবে তার দুই মাস আগে আপনাদেরকে আমি জানিয়ে দেব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]