07/12/2025 লিখে রাখেন, শিগগির আরেকটি গণআন্দোলন: নাহিদ
রাজ টাইমস ডেস্ক
১১ জুলাই ২০২৫ ১৮:৫০
নাহিদ যশোরে ‘লিখে রাখেন, শিগগির আরেকটি গণআন্দোলন গড়ে উঠতে যাচ্ছে, সংগঠিত হচ্ছে। এই আন্দোলন হবে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের বিরুদ্ধে। আমরা যেভাবে জুলাই আন্দোলনে জিতেছি, ওই আন্দোলনেও জিতবো।'
শুক্রবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ বলেন, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের কারণে সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাঁদাবাজ-দুর্নীতিবাজদের ভয় পাই না। আপনারাও ভয় পাবেন না।'
এনসিপিকে কেউ কেউ 'নির্বাচন বিরোধী' ট্যাগ দিতে চাইছেন উল্লেখ করে নাহিদ বলেন, 'পতিত ফ্যাস্টিস্টের বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন চাই। বিচার, সংস্কার ছাড়া এদেশের মানুষ নির্বাচন মানবে না। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত।'
তিনি বলেন, 'বাংলাদেশে এযাবৎ যারাই রাষ্ট্রক্ষমতায় এসেছেন, তারাই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছেন। হাসিনা ১৬ বছরে সম্পূর্ণ দলীয়করণ করেছেন।
এবার আর আমরা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করতে দেবো না। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
গুম প্রসঙ্গে নাহিদ বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা-সার্বভেমৗত্ব রক্ষায় কাজ করবে। তারা কোনোভাবে গুমের সাথে জড়িত হোক-তা চাই না।'
তিনি বলেন, 'সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশন ও দুনীতি দমন কমিশনে। এই দু’কমিশনে অবশ্যই নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। সেনা, পুলিশ, নির্বাচন কমিশন, দুদক ঠিক না হলে দেশ অন্ধকারে চলে যাবে। আমরা তা হতে দেবো না।'
'এবার আমরা ইনসাফ ও কল্যাণভিত্তিক অর্থনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করবো। আপনারা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা এনসিপির সেই সংগ্রামে আগের মতো যুক্ত হবেন বলে আশা করি।'
'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে এনসিপি নেতারা নড়াইল থেকে যশোর আসেন।
শুক্রবার সকালে তারা স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা আড়াইটায় তারা জেলা এনসিপি আয়োজিত পথসভায় যোগ দেন।
পথসভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন,সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।