07/13/2025 সীমান্তে এক রাতে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
রাজ টাইমস ডেস্ক
১২ জুলাই ২০২৫ ১৫:৪৬
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে এক রাতেই দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে এবং শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের মিনাপুর সীমান্তে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজিবি কর্মকতারা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়িতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন ও বিজিবির বরাতে দোয়ারা বাজার থানার ওসি জাহিদুল হক বলেন, শুক্রবার (১১ জুলাই) রাতে শফিকুল ইসলামসহ ১০-১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যায়। এ সময় বিএসএফ টহল দলের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়।
গুলিতে শফিকুল গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে বাড়িতে নিয়ে এসে নিজেরা চলে যায়। স্বজনরা শফিকুলকে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহত সরাসরি বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। তার মরদেহ হাসপাতালে আছে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।