07/16/2025 আবারও রুয়া'র নির্বাচন বর্জন করল জাতীয়তাবাদী সদস্যবৃন্দ
রাবি প্রতিনিধি:
১৫ জুলাই ২০২৫ ২০:৩৭
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন ২০২৫ ঘিরে অনিয়ম, পক্ষপাতিত্ব ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ তুলে দ্বিতীয় বারের ন্যায় এবারও নির্বাচন বর্জনের ঘোষণা করলো বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জীবন সদস্যবৃন্দ।
১৫ জুলাই (মঙ্গলবার) রুয়া'র জীবন সদস্য মল্লিক মো: মোকাম্মেল কবীর, এসিস্ট্যান্ট এটর্নি জেলারেল আল আমীন সিদ্দিকী এবং ইমতিয়াজ আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
নির্বাচন বর্জনের পেছনে আইনশৃঙ্খলার অবনতি এবং একতরফা কমিশন ও কমিটি গঠনসহ ৮টি মূল কারণ করেন তারা।
এছাড়াও রুয়া নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও রুয়ার এক্টিভিস্টদের সোশ্যাল মিডিয়ায় হুমকি ও মিথ্যা প্রোপাগাণ্ডা নির্বাচনি পরিবেশকে ঘোলাটে করেছে, অসম্পূর্ণ পৃষ্ঠপোষক পরিষদ, অস্বচ্ছ নির্বাচনী ব্যবস্থাপনা, বৈরী আবহাওয়ার ঝুঁকি জন্য নির্বাচন বর্জন করার কথা জানান তাঁরা।
উপরোক্ত ৮টি প্রস্তাব বিশ্লেষণ করে সমস্যা সমাধান না করলে রুয়া নির্বাচন ২০২৫ একটি অগ্রহণযোগ্য প্রহসনমাত্র বলে মনে করেন তারা।