28012

09/03/2025 ঝিনাইদহ সীমান্তে সাড়ে ৩১ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে সাড়ে ৩১ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

রাজটাইমস ডেস্ক

১৮ জুলাই ২০২৫ ২১:৫০

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৮ (বিজিবি)। মেদিনীপুর বিওপি'র সদস্যরা গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশপুর বিজিবি ব্যাটেলিয়নের অধীন মেদিনীপুর বিওপি'র নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়।

পরে জব্দকৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা।

আটককৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]