28044

07/21/2025 রুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

রুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই ২০২৫ ১৬:৩৯

প্রকৌশলীদের ন্যায্য অধিকার, চাকরিতে কোটা ও পদোন্নতি বৈষম্য দূর এবং সার্কুলারের জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। অাজ রোববার সকালে রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে হাজারখানেক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বাসে করে সেখানে যান।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নেসকোর কাছে তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সরাসরি সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে; কোনো প্রকার প্রমোশনাল কোটা রাখা যাবে না। উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে শুধু বিএসসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করতে হবে।

এছাড়া বর্তমানে নেসকোতে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশের বেশি পদোন্নতি থেকে এসেছেন। যারা এই পদোন্নতি পেয়েছেন তাদের ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম বলেন, ‘আমরা এখানে এসেছি দেশের স্বার্থে। কোটা নামের এই বিষ দেশের প্রকৃত ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ ধ্বংস করছে। ডিপ্লোমা হোল্ডাররা সব সুবিধা নিচ্ছে, অথচ আমরা বিএসসি ইঞ্জিনিয়ার হয়েও আবেদন করারই সুযোগ পাচ্ছি না। তাহলে এত পড়াশোনার মানে কী?’

পুরকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আলামিন ইসলাম রকি বলেন, ‘আমরা উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য পর্যন্ত আবেদন করতে পারি না, অথচ এই পদগুলোর সব জায়গা পদোন্নতির মাধ্যমে ডিপ্লোমা হোল্ডাররা দখল করে রেখেছেন। নতুনদের কোনো জায়গা নেই। সার্কুলারই হয় না। কোটা ও অবৈধ প্রমোশনের কারণে এই সমস্যা তৈরি হয়েছে।’

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাত সাফিন তূর্য বলেন, ‘বুয়েট, রুয়েট থেকে পাশ করে এসে ডিপ্লোমা হোল্ডারদের অধীনে চাকরি করা লাগছে, এটা কোন সিস্টেম? টেকনিশিয়ানদের প্রমোশনের মাধ্যমে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে, অথচ প্রকৃত বিএসসি ইঞ্জিনিয়াররাই চাকরিতে ঢুকতে পারছে না।’

সমাবেশে মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী তৌফিক তুষার, মেহরান আল বান্না ইউশা, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল, আবরার ফাইয়াজ অমি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]