28061

07/22/2025 ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে শোক প্রকাশ

ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:

২১ জুলাই ২০২৫ ২১:৪৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উক্ত বিমানের পাইলট শিবগঞ্জের কৃতি সন্তান তৌকির ইসলাম সাগরের মৃত্যুর ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলী।

তিনি বলেন, তৌকির ইসলাম সাগর একজন অত্যন্ত মেধাবী, সম্ভাবনাময় বিমান বাহিনী অফিসার ছিলেন।

সর্বশেষ ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে হিসেবে তিনি দেশের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি শিবগঞ্জ উপজেলার একজন কৃতি সন্তান হিসেবে নিজ এলাকার নাম উজ্জ্বল করেছিলেন। তার মৃত্যুর ঘটনায় বাংলাদেশ এক অপার সম্ভাবনাময় তরুণ অফিসারকে হারালো।

আমি তৌকির ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি মর্মবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। মহান আল্লাহ তাঁকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

তিনি আরও বলেন উক্ত ঘটনায় বাংলাদেশ সরকারের প্রতি সুষ্ঠ তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং শহীদ তৌকিরের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় মানবিক সহায়তা দাবি করছি।

উল্লেখ্য শহীদ তৌকির ইসলাম সাগর শিবগঞ্জ উপজেলার চককির্তী ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের তোহরুল ইসলামের সন্তান। শিক্ষাজীবনে পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে পড়াশোনা করে তিনি বিমান বাহিনীতে যোগদান করেছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]