28079

07/23/2025 লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না

লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না

রাজ টাইমস ডেস্ক

২২ জুলাই ২০২৫ ২২:৪০

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না। চোরের মানসিকতা নিয়ে আসবেন না।

রাজপথের মানসিকতা নিয়ে আসবেন। মানুষকে ভালোবাসা, সম্মান করার, মানুষের সম্পদ, ইজ্জত ও জীবনের পাহারাদারি করা- যারা এটা পারবেন, তারা রাজনীতিতে আসেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুরে জামায়াতের প্রবীণ রোকন শাহ আলমের কবর জিয়ারত করতে এসে রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, যারা পারবেন না, মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন; তাদের আমি অনুরোধ করব এর চেয়ে ভিক্ষা অনেক ভালো, সেটা করুন। এভাবে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ।

জামায়াতের আমির বলেন, দেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর, পালাক্রমে আমরা অনেককে দেশ শাসন করতে দেখেছি। তারা তাদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু তাদের চেষ্টার সাক্ষী এ দেশের ১৮ কোটি মানুষ। তারা ভালো করলেও সেটার সাক্ষী, মন্দ করলেও সেটার সাক্ষী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]