28093

07/25/2025 ধামইরহাটে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ধামইরহাটে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৩ জুলাই ২০২৫ ২১:০২

নওগাঁর ধামইরহাট উপজেলায় নদীতে গোসল করতে ডুবে সাদেক আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের মানপুর গ্রামের ছোট যমুনা নদীতে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি মানপুর এলাকার মৃত ছমির উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুরে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে সাদেক আলী গোসল করতে নামেন। এসময় সে ওই নদীতে প্রবল পানির স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয় ও ডুবুরিদের সহযোগিতায় কয়েকঘন্টা চেষ্টার পরে তার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এজাজুল ইসলাম জানান, নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুজির পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি মর্মান্তিক ঘটনা। নিহত ব্যক্তি এক মেয়ে সন্তানের জনক ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]