28098

07/26/2025 খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি

খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি

রাজ টাইমস ডেস্ক

২৪ জুলাই ২০২৫ ১৬:৪১

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দেশে রাজনৈতিক সংকটের শতভাগ দায়ী করে তার গ্রেফতারে সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। একইসঙ্গে তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খায়রুল হকের গ্রেফতারের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, `আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাতে চাই সাবেক বিচারপতি খায়রুল হক দেশের বড় শত্রু, যিনি বিশাল পদে থেকে বাংলাদেশের বিশাল ক্ষতি করেছেন।

যার পদটি বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দায়িত্বে ছিলেন, সেখানে তিনি সেই প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, দেশের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে শর্ট রায় দিয়েছিলেন আর পরে যে বিস্তারিত রায় দিয়েছেন তার মধ্যে আকাশপাতাল পার্থক্য।

আমরা মনে করি তিনি যে শর্ট রায় দিয়েছিলেন সেটাও রাষ্ট্র দের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও তার বিরুদ্ধে যে আইনী ব্যবস্থা নিয়েছে এজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘আমরা আশা করি তার সঠিকভাবে তদন্ত হবে, তার সঠিকভাবে বিচারকার্য সম্পাদন হবে সেটাই আমরা আশা করি।’

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে রাজনৈতিক সংকটের শতভাগ দায়ী খায়রুল হক। তবে তার শাস্তি কি হবে সেটা আইনগতভাবে যে বিধানগুলো আছে সেগুলো দেখে তার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। তবে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের পদে থেকে এই পদকে ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]