28123

07/27/2025 আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সিইসি

আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সিইসি

রাজ টাইমস ডেস্ক

২৬ জুলাই ২০২৫ ১৬:৩১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী নির্বাচনে সবচেয়ে বড় হুমকি যা মোকাবেলায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ টিম কাজ করছে।

শনিবার (২৬ জুলাই) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোট গ্রহণের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের ব্যাপারে কাজ চলছে। তফসিল ঘোষণার আগে এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে।

এছাড়া, দেশ ও জাতির কাছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়বদ্ধতা রয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]