28147

07/29/2025 পিএসসির নিয়োগে সাংবিধানিক কমিটি থাকবে: ডা.তাহের

পিএসসির নিয়োগে সাংবিধানিক কমিটি থাকবে: ডা.তাহের

রাজটাইমস ডেস্ক

২৮ জুলাই ২০২৫ ১৭:৪৯

পিএসসির নিয়োগে সাংবিধানিক একটা কমিটি থাকার পক্ষে মত জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এখানে কোন দলের, মন্ত্রীর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। এটার বিরোধিতা করার তো আমি কোন কারণ দেখতেছি না।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে আলোচনার বিরতিতে এ কথা বলেন তিনি।

আব্দুল্লাহ তাহের বলেন, আমরা বলি, সচিবালয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা আছে। তারা যারা স্বৈরাচার মেরিটকে বাদ দিয়ে স্লিপের মাধ্যমে লিস্টের মাধ্যমে নিয়োগ পেয়েছে তারা। এরপরে যদি আমরা আবার সে পদ্ধতিতেই নিয়োগ দেই তাহলে মুখের প্রেতাত্মা এখন ঘুরতেছে। তা হলে আমরা কি সারাক্ষণ প্রেতাত্মা আওতায় থাকবো ।

তিনি বলেন, এজন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে দূর করতে। সরকারি কর্মকর্তা যে দেশকে ভালোবাসে, যোগ্যতার ভিত্তিতে আসবে এটা নিশ্চিত করা দরকার। সেজন্যে অধিকাংশ দল এই মতের পক্ষে চূড়ান্তভাবে একমত।

তাহের বলেন, আগে থেকেই কয়েকটি সাংবিধানিক কমিটি স্বাধীন ছিল। এখানে সরকারের হস্তক্ষেপ করার কোন আইনগত সিস্টেম ছিল না। কিন্তু আমরা দেখছি, নিয়ম যেটাই হোক ড্রয়ার থেকে একটা স্লিপ বের হয় এবং সেই স্লিপ অনুসারেই নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, একারণে অনেক মেধাবী ছেলেরা রাজনীতিক কারণে চাকরি পায়নি। অনেক মেধাবী লোকেরা রাজনীতিক কারণে চাকরি হারিয়ে ফেলেছে। এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র।

মোহাম্মদ তাহের বলেন, অনেক সচিব ড্রাফট করতে পারতো না, ড্রাফিংটা এসিস্টেন্স সেক্রেটারি লেভেলের কাজ কিন্তু দেখা যায় সচিব ড্রাফিং জানে না। অনেক সচিব আছেন যারা ইংরেজিদের ড্রাফ করতে পারে না । এই যে বিশাল একটা অধঃপতন ,আমাদের রাষ্ট্রের চেয়ে দুর্বলতা এবং বিদেশে গিয়ে নেগোশিয়েট করতে পারে না।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]