07/29/2025 বাঘাতে জেন্ডার ভিত্তিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
মোঃ লালন উদ্দীন
২৮ জুলাই ২০২৫ ১৮:২৪
রাজশাহীর বাঘায় ব্র্যাকের শিখা প্রকল্পের আওতায় ২৮ জুলাই সোমবার সকাল ১০ টায় ইসলামী ফাউন্ডেশনের হলরুমে উপজেলার মাধ্যামিক বিদ্যালয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে (জিবিভি) উপজেলা পর্যায়ের কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক শিখা প্রকল্পের আয়োজনে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার অ.ফ.ম হাসান। ব্র্যাক শিখা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাবির হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্র্যাক শিখা প্রকল্পের রাজশাহী জেলা টেকনিক্যাল ম্যানেজার মিতা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হামিদ, কালিদাস খালি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক, মনিগ্রাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুস সামাদ, খানপুর জেপু উচ্চ বিদ্যালয় হাবিবুর রহমান, চন্ডিপুর উচ্চ বিদ্যালয় প্রধান আবুল কালম আজাদ, দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এমদাদুল হক, হারু অর রশিদ শাহ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনীসুর রহমান, আড়ানী এম এম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান সিরাজুল ইসলাম, পারসাত্তা বিনোদপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জুয়েল আহম্মেদ,অন্যন্য স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র মইন ইসলাম, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ফাতেমা রনক।
অনুষ্ঠানে প্রধান আতিথি অ.ফ.ম.হাসান বলেন, নারী ও শিশুদের প্রতি যৌন হয়রানি শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বুলিং এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায় থেকেই সচেনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবিষয়ে বড় ভুমিকা পালন করবে শিখা প্রকল্প। তাই আমরা তাদেরকে সার্বিক সহযোগীতা প্রদান করবো। শিখা প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছর মেয়দী একটি উদ্যোগ যা ২০২৫ সালের ফেব্রুয়ারী ২০২৯ সালের জানুয়ারী পর্যন্ত বাস্তবায়িত হবে। রাজশাহীসহ দেশের ছয়টি জেলা ঢাকা, গাজীপুর চট্রগ্রাম, নারায়ণগঞ্জ,বরিশালে এই প্রকল্পের কার্যক্রম চলমান।
প্রকল্পের মূল লক্ষ হলো শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা ও অনলাইন প্ল্যাটফর্মে নারীদের প্রতি যৌন হয়রানি ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শক্তিশালী ব্যাবস্থা গড়ে তোলা এ উপলক্ষে বাঘা উপজেলায় ১১ টি স্কুলসহ রাজশাহীতে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সচেতনতা এবং সহয়তা কর্মসুচি চালানো হবে। সভায় শিক্ষক মন্ডলী, সাংবাদিক, এবং ব্র্যাক প্রতিনিধিরা যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে করণী বিষয়ে গবেষণালব্ধ তথ্যের আলোকে আলোচনা করেন এবং সমন্বু কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন। শিখা প্রকল্পের মাধ্যমে স্থানী সরকার জন প্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় সংগঠন গুলোকে সর্ম্পক্ত সমাজের জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা, আইনী সহহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালি করার লক্ষ্যে কাজ হবে বলে জানানো হয়।