2815

05/19/2025 সিইসির বিরুদ্ধে দুদকে অভিযোগ

সিইসির বিরুদ্ধে দুদকে অভিযোগ

রাজটাইমস ডেস্ক

৭ জানুয়ারী ২০২১ ২২:২৫

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ নির্বাচন কমিশনের ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করেছেন সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী। 

ভুয়া বিলের মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগ এনে এই অভিযোগপত্র দাখিল করা হয়।

গম বৃহস্পতিবার সকালে দুদক চেয়ারম্যানের কাছে অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনিরসহ সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী অভিযোগ দাখিল করেন। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিশির মনির। 

অভিযোগপত্রে যাদের অভিযোগ করা হয়, তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা, বর্তমান সচিব, সদ্য সাবেক সচিব ও নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। 

গত ৩ জানুয়ারি প্রকাশিত একটি জাতীয় পত্রিকায় 'প্রশিক্ষণ ভাত নিয়ে ঘুম হারাম ইসির' প্রতিবেদনের সূত্র ধরে তাদের বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়। 

আরো উল্লেখ করা হয়, প্রশিক্ষণের নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নীতিমালা ব্যতীত ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচসহ সরকারি অর্থের ক্ষতি করা হয়েছে।

ইতিপূর্বে সিইসি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনেন ৪২ বিশিষ্ট নাগরিক। তারা এ ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নিতে ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে লিখিত দাবি জানান। এ বিষয়ে সরাসরি কথা বলার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে অনুরোধও জানিয়েছেন তারা।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]