28151

07/29/2025 ১৬০ দিন পর ক্লাস শুরু হচ্ছে কুয়েটে

১৬০ দিন পর ক্লাস শুরু হচ্ছে কুয়েটে

রাজ টাইমস ডেস্ক

২৮ জুলাই ২০২৫ ২২:২১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১৬০ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে সকল পর্যায়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভুঞা এই তথ্য নিশ্চিত করেছেন।

কুয়েট সূত্রে জানা গেছে, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী গত দুই দিন বিভিন্ন শিক্ষক সমিতি, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনগণের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের পর মঙ্গলবার থেকে ক্লাসসহ একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন জানিয়েছেন, উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে শিক্ষক সমিতির আন্দোলন তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফলে আজ থেকে শিক্ষকরা ক্লাসে যোগ দিবেন।

রেজিস্ট্রার মো. আনিছুর রহমান বলেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে কুয়েটে সকল একাডেমিক কার্যক্রম পরিচালনা শুরু হবে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষ হয় ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। এতে শতাধিক ব্যক্তি আহত হন এবং শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এই ঘটনায় তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। এরপর ৪ মে থেকে শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম বর্জন করে আসছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]