28152

07/29/2025 রাজনৈতিক দলগুলোর কাছে পাঠান হলো জুলাই সনদের খসড়া

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠান হলো জুলাই সনদের খসড়া

রাজ টাইমস ডেস্ক

২৮ জুলাই ২০২৫ ২২:২৬

জুলাই জাতীয় সনদ ২০২৫–এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে তা পাঠানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত সনদ।

আজ সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

আলী রীয়াজ বলেন, ‘যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে তাহলে আলোচনায় আনব, না হলে আনব না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে তা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে। সেখানে ভূমিকা পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে। জাতীয় সনদ স্বাক্ষরের জন্য সংলাপে একটি দিন বরাদ্দ করা হবে।’

এদিকে, জুলাই জাতীয় খসড়াটিতে মোট সাতটি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে। রাজনৈতিক দলগুলো এসব অঙ্গীকারে একমত হলে স্বাক্ষরিত হতে পারে চূড়ান্ত সনদ। মূল অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে

১.জুলাই জাতীয় সনদ ২০২৫ পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতি।

২. সংবিধান, বিচারব্যবস্থা, প্রশাসন ও নির্বাচনী ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব/সুপারিশ সনদে লিপিবদ্ধ রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন ও পুনর্লিখনের প্রতিশ্রুতি।

৩. গৃহীত সনদ কার্যকর হওয়ার পর দুই বছরের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য।

৪. সনদের সুপারিশসমূহ দুই বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার।

৫. বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি-সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

৬. সনদের বাস্তবায়ন ও সুরক্ষায় আমরা অটল প্রতিজ্ঞ।

৭. ২০২৪ সালের গণআন্দোলন ও গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]