28155

07/30/2025 ধামইরহাটে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৯ জুলাই ২০২৫ ১৩:৫৭

নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে শিশু ও যুব ভিজিলেন্স কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, রোজালিন মিতু কোড়াইয়া সহ ভিজিলেন্স কমিটির সদস্যরা প্রমুখ।

সভায় উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করার লক্ষ্যে শিশু ও যুব ভিজিলেন্স কমিটির সদস্যদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে অবহিতকরণ, বাল্যবিবাহের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিশু ও যুবদের সক্রিয় ভূমিকা, কমিটির করণীয় এবং কমিউনিটি পর্যায়ে তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব বাড়ানোর আহ্বান জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]