28193

08/02/2025 জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

ইবি প্রতিনিধি:

১ আগস্ট ২০২৫ ১৭:৪১

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘চিত্রাঙ্কন, গ্রাফিতি অন্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৫’ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

শুক্রবার ( ১ অগাস্ট ) জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করেছেন তৃতীয় শ্রেণির শেখ উমামা,২য় স্থান ২য় শ্রেণির সাইফ এবং ৩য় স্থান ৩য় শ্রেণির রুশা ।

এছাড়াও খ গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করেন ৫ম শ্রেণির শেখ জুমানা, ২য় স্থান ৪র্থ শ্রেণির রাহি ও ৩য় স্থান ৫ম শ্রেণির মোছাঃ মাইশা । গ গ্রুপ থেকে ১ম স্থানে রয়েছেন সপ্তম শ্রেণীর খাদিজা তারান্নুম, ২য় স্থান ৮ম শ্রেণির আয়েশা তাবাসসুম ও ৩য় স্থান একই শ্রেণির খোন্দকার লামিয়া।

এছাড়া গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ১ম স্থান অধিকার করেছেন ফাইন আর্টস বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অন্তি খাতুন, ২য় স্থান করেছেন একই শিক্ষাবর্ষ এবং একই বিভাগের সুদীপ রায়, এবং ৩য় স্থানে রয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মোঃ হাসিব রামিম ।

আরও জানা যায়, রচনা প্রতিযোগিতা ১ম স্থান অধিকার করেছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মোঃ ইয়াছিন আরাফাত,২য় স্থানে রয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মোঃ রবিউস সানি জোহা এবং ৩য় স্থানে রয়েছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মুহাম্মদ রাকিব উদ্দিন।

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন, ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।এটি বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল।

এতে ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের স্কুলের ৭৭ জন ছাত্র-ছাত্রী চিত্রাঙ্কন এবং বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী গ্রাফিতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]