28195

08/02/2025 সোনামসজিদ স্থলবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে: নৌ উপদেষ্টা

সোনামসজিদ স্থলবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে: নৌ উপদেষ্টা

রাজ টাইমস ডেস্ক

১ আগস্ট ২০২৫ ২১:১৫

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য আরও কার্যকর ও গতিশীল করতে এর পরিসর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

নৌ উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ আরও বিস্তৃত হবে। সেই লক্ষ্যে সোনামসজিদ বন্দরের পরিধি ও অবকাঠামো সম্প্রসারণ জরুরি। বর্তমানে মালামাল আনা-নেওয়ার জন্য প্রয়োজনীয় রাস্তা ও ইয়ার্ডের অভাব রয়েছে। এজন্য জিরো পয়েন্ট থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দ্রুত নির্মাণ করা হবে।’

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, বন্দর সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আজকের মতবিনিময় অত্যন্ত সফল হয়েছে। আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি তা আন্তরিকভাবে শুনেছেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। এতে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরা নওসাবা প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]