28203

08/02/2025 জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আগামীকাল, দেশবাসীর দোয়া কামনা

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আগামীকাল, দেশবাসীর দোয়া কামনা

রাজ টাইমস ডেস্ক

১ আগস্ট ২০২৫ ২৩:৫৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আগামীকাল শনিবার ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হবে।

দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।

শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য ও দোয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তারা জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় মহাসমাবেশে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরবর্তীতে এনজিওগ্রামে তার হার্টে ৫-৬টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি প্রধান ব্লকেজ ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত। চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে নিরাপদ বিবেচনায় নিয়েছেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ইউনাইটেড হাসপাতালে দেশ সেরা কার্ডিয়াক সার্জন ডা: জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে শনিবার সকাল সাড়ে ৭টায় অপারেশন হবে। দেশেই চিকিৎসা নেয়ার সিদ্ধান্তের পক্ষে ডা: শফিকের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের চিকিৎসকদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

দলীয় নেতারা জানান, অসুস্থতা সত্ত্বেও ডা: শফিকুর রহমান মানসিকভাবে দৃঢ় এবং স্বাভাবিকবোধ করছেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]