2821

05/03/2025 চলতি বছরেই মেট্রোরেল চালুর আশাবাদ

চলতি বছরেই মেট্রোরেল চালুর আশাবাদ

রাজটাইমস ডেস্ক

৮ জানুয়ারী ২০২১ ০০:২৩

এই বছরেই ঢাকার মেট্রোরেল (এমআরটি-৬) চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নববর্ষ উপলক্ষে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি এ আশা প্রকাশ করেন।

এই কূটনীতিক বলেন, বিগত বছরটি ছিল করোনা মহামারির বছর। তবে মহামারির বছরেও বাংলাদেশ-জাপান একযোগে কাজ করেছে।

ভিডিও বার্তায় তিনি আরো বলেন, গত বছর জাপান-বাংলাদেশ তিন দশমিক দুই বিলিয়ন ডলারের ওডিএ প্যাকেজ চুক্তি সই করেছে। করোনার মধ্যেও জাপান বাংলাদেশে এমআরটি, বিমানবন্দর থার্ড টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প অব্যাহত রেখেছে।

ইতো নাওকি আরো বলেন, চলতি বছর জুলাইয়ে জাপান অলিম্পিক গেমের আয়োজন করবে। আমি আশা করবো বাংলাদেশ এতে অংশ নেবে।

এছাড়া তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ একইসঙ্গে অলিম্পিকে প্রথমবারের মতো পদক নিয়ে আসবে। ২০২১ সালে বাংলাদেশ-জাপান একযোগে কাজ করবে বলেও জানান রাষ্ট্রদূত।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]