08/04/2025 স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে : হামাস
রাজটাইমস ডেস্ক:
৩ আগস্ট ২০২৫ ১২:১৩
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের দখলদারিত্ব বহাল থাকলে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হামাস।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এ কথা জানায়।
বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলের দখলদারিত্ব চলমান থাকা অবস্থায় প্রতিরোধ এবং সশস্ত্র সংগ্রাম আমাদের জাতীয় কর্তব্য এবং বৈধ অধিকারের অংশ হিসেবে বিবেচিত হবে।
সংগঠনটি আরো জানায়, ফিলিস্তিনিদের জাতীয় অধিকার, পূর্ণ সার্বভৌমত্ব ও জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের সশস্ত্র লড়াই অব্যাহত থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ দাবি করেন, যুদ্ধবিরতির সাম্প্রতিক আলোচনায় হামাস অস্ত্রসমর্পণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তার এ দাবির পরই বিবৃতি দিয়েছে হামাস। তারা বলেছে, স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে এবং তারা কেউ অস্ত্র সমর্পণ করবে না।