08/04/2025 খোঁজ নেই ১৩৯০টি অস্ত্র ও আড়াই লাখের বেশি গোলাবারুদের
রাজটাইমস ডেস্ক:
৪ আগস্ট ২০২৫ ১০:০৭
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশের লুট হওয়া ১৩৯০টি অস্ত্র ও আড়াই লাখের বেশি গোলাবারুদের হদিস পাওয়া যায়নি এখনো। বিশেষজ্ঞদের ধারনা, লুণ্ঠিত অস্ত্র চলে গেছে অপরাধীদের হাতে। অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকীর মতে, এতে নির্বাচনের পরিবেশে ঠিক রাখা চ্যালেঞ্জ হতে পারে আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য।
গেলো ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। সেসময় ঢাকাসহ সারাদেশে ৪৬০টি থানায় হামলা হয়েছে। ভাংচুর, লুটপাট ও আগুন দেওয়া হয় ১১৪টি থানা-ফাঁড়িতে। ঢাকা মহানগরীতে হামলা হয় ১৩টি থানায়।
পুলিশ সদরদফতর জানায়, সরকার পতনের পর বিভিন্ন থানা-ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে ৫৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬৫১৮৩৭টি। তথ্য অনুযায়ী লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্য রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি। পরে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে লুট হওয়া ৪৩৯০টি অস্ত্র উদ্ধার করা হয়। এখনো উদ্ধার হয়নি ১৩৯০টি আগ্নেয়াস্ত্র। আর ২৫৭৭২৫ টি গোলাবারুদ।
লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের ব্যর্থতা একা পুলিশের নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে জাতীয় নির্বাচন অপরাধীদের টার্গেট হতে পারে বলে আশঙ্কা তাদের।
সেসময় গণভবনের দায়িত্বে থাকা এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ এবং জাতীয় সংসদ ভবনেও মজুদ থাকা অস্ত্র-গোলাবারুদ লুট হয়েছিলো।
সারাদেশে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদ
লুণ্ঠিত অস্ত্র- ৫৭৫৩, উদ্ধারকৃত- ৪৩৯০, উদ্ধার হয়নি-১৩৯০
লুণ্ঠিত গোলাবারুদ-৬৫১৮৩৭, উদ্ধারকৃত-৩৯৪১১২, উদ্ধার হয়নি-২৫৭৭২৫
ডিএমপির লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ
লুন্ঠিত অস্ত্র-১৮৯৮, উদ্ধারকৃত অস্ত্র-১২৩৮, উদ্ধার হয়নি- ৬৬০
লুণ্ঠিত গোলাবারুদ-তিন লাখ, উদ্ধারকৃত-২লাখ, উদ্ধার হয়নি- এক লাখ।