28297

08/10/2025 যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরাইলের, নিহত ২৪৫

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরাইলের, নিহত ২৪৫

রাজ টাইমস ডেস্ক

৯ আগস্ট ২০২৫ ১৫:১৯

লেবাননে গত বছর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ২৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫১৬ জন। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্ততায় ইসরাইল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়।

লেবাননের সংবাদপত্র আন-নাহার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করেছে। এ সময়কালে বৈরুতের উপশহরসহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরাইলি বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে — যার লক্ষ্য ছিল যানবাহন, সামরিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো।

সবশেষ হামলাটি হয়েছে গত শুক্রবার (৮ আগস্ট)। এদিন সকালবেলা ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে একটি মোটরযানকে লক্ষ্য করে হামলা চালিয়ে একজনকে হত্যা করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]