28302

08/10/2025 আবু আব্বাছ কলেজ ছাত্রদলের নতুন সভাপতি জিসান, সম্পাদক মাহাদি

আবু আব্বাছ কলেজ ছাত্রদলের নতুন সভাপতি জিসান, সম্পাদক মাহাদি

নিজস্ব প্রতিনিধি

৯ আগস্ট ২০২৫ ১৯:১৮

নেত্রকোনা আবু আব্বাছ কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন জিসানকে সভাপতি ও সাজ্জাদ হোসেন মাহাদিকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

গত শুক্রবার (০৮ আগস্ট) নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

কমিটিতে অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি খালেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হলেন শাহারিয়া আহম্মেদ জেসান।

এদিকে ৩০ দিনের মধ্যে আবু আব্বাছ কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ প্রদান করেন।

কমিটি ঘোষণার পর নেত্রকোনা আবু আব্বাছ কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিম-১৫ ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মো:আনোয়ারুল হক সাহেব এবং জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেন আবু আব্বাছ কলেজ ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

আবু আব্বাছ কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেন জিসান বলেন, শিক্ষার্থীদের অধিকার ও মতামতকে প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সাথে একটি শিক্ষার্থী বান্ধব নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই আমার অঙ্গীকার। বিগত জেলা ছাত্রদলের সদস্য ছিলাম, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার ফলে দল যে মূল্যায়ন করেছে অতীতের ন্যায় ইনশাআল্লাহ সবসময় অটুট থাকব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]