08/14/2025 ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
১২ আগস্ট ২০২৫ ১৮:৫১
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা,যুব ঋণের চেক সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ যুব দিবস পালিত হয়।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ওসি ইমাম জাফর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, উদ্যোক্তা সাঈদ বিন জাবেদ, রওজা আক্তার হাসি, নুর ইসলাম, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ।
প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্য কে সামনে রেখে ৪জনকে যুব ঋণ, ২জনকে সনদপত্র, ১জন সফল আত্মকর্মী ও ৩ জন সফল সংগঠকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।