28393

08/18/2025 কুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ ৬৭ জন গ্রেপ্তার

কুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ ৬৭ জন গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক: 

১৮ আগস্ট ২০২৫ ১০:২৭

কুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যুর ঘটনায় ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা স্থানীয়ভাবে মদ উৎপাদন ও বিতরণে জড়িত ছিলেন বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপরাধী এই চক্রের প্রধান একজন বাংলাদেশি নাগরিক। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার রাতে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১০টি মদ তৈরির কারখানা জব্দ করেছে। এগুলোর মধ্যে চারটি কারখানার উৎপাদন বন্ধ ছিলো।

অপরাধী দলের একজন নেপালি সদস্য কর্তৃপক্ষকে জানিয়েছেন, কীভাবে মিথানল তৈরি এবং বিক্রি করা হত।

মুসলিম দেশ কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি বা অভ্যন্তরীণ উৎপাদন নিষিদ্ধ। তবে কিছু গোপন স্থানে অবৈধভাবে মদ তৈরি করা হয়। এসব কারখানায় তদারকি বা সুরক্ষা মানদণ্ড মেনে চলা হয়না; যা ভোক্তাদের বিষক্রিয়ার ঝুঁকির মুখে ফেলে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দূষিত পানীয়ের সাথে মিথানলের বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়েন ১৬০ জন। এরমধ্যে ২৩ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই এশীয় নাগরিক।

মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থ্য কমপক্ষে ৫১ জনের জরুরি কিডনি ডায়ালাইসিস প্রয়োজন এবং ৩১ জনকে ভেন্টিলেশনে রাখা দরকার।

কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে কুয়েতে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারণ নির্দিষ্ট করে বলা হয়নি।

মিথানল একটি বিষাক্ত বর্ণহীন অ্যালকোহল যা শিল্প ও গৃহস্থালীর পণ্যে ব্যবহৃত হয়। এতে বিষক্রিয়ার লক্ষণগুলো সাধারণত দেরিতে দেখা যায়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, হাইপারভেন্টিলেশন এবং শ্বাসকষ্ট।

প্রতি বছর হাজার হাজার মানুষ মিথানলের বিষক্রিয়ায় আক্রান্ত হয় বলে জানা গেছে, বিশেষ করে এশিয়ায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]