28394

08/18/2025 গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৪৭ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৪৭ ফিলিস্তিনি

রাজটাইমস ডেস্ক: 

১৮ আগস্ট ২০২৫ ১০:২৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৬১ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে বলে রোববার জানিয়েছে (১৭ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ২২৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ১৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজার ৯৩৮ জনে দাঁড়িয়েছে এবং ১৪ হাজার ৪২০ জনেরও বেশি আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এর ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ২৫৮ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১১০ জনই শিশু।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরাইল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৪০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৩ হাজার ৮৪৫ জন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]