08/18/2025 ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজ টাইমস ডেস্ক
১৮ আগস্ট ২০২৫ ১৩:৫০
নওগাঁর ধামইরহাটে ৭দিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের সভাপতিত্বে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মৎস চাষ সমন্ধে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি চলমান সংকট ও উন্নতি করণে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য একমত পোষণ করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আশীষ কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মৎস কর্মকর্তা আইয়ুব আলী, ওসি ইমাম জাফর প্রমুখ বক্তব্য রাখেন। শেষে ২জন মৎস চাষি এবং ১জন উদ্যোক্তাকে মৎস্য দপ্তরের আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়।