28422

08/21/2025 জুলাই সনদের মতামত জমা দিয়েছে বিএনপি

জুলাই সনদের মতামত জমা দিয়েছে বিএনপি

রাজটাইমস ডেস্ক: 

২০ আগস্ট ২০২৫ ২২:৩১

সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জাতীয় জুলাই সনদের খসড়া পর্যালোচনা শেষে মতামত জমা দিয়েছে বিএনপি।

বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনে এ মতামত জমা দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

যদিও এর আগে বিএনপির একটি সূত্র জানিয়েছিল, ২১ আগস্ট বিএনপি জুলাই সনদের খসড়া পর্যালোচনা শেষে মতামত জমা দেবে।

এদিকে জুলাই সনদের মতামত জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে। বুধবার (২০ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত জাতীয় জুলাই সনদ-২০২৫-এর চূড়ান্ত খসড়া দেওয়া হয় জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে। তখন ২০ আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জমা দিতে বলা হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]