08/21/2025 ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে আজ
রাজটাইমস ডেস্ক:
২১ আগস্ট ২০২৫ ১০:০০
নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারে আজ।
একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়ে প্রস্তুত হয়েছে নির্বাচনী রোডম্যাপ। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে চলতি সপ্তাহেই রোডম্যাপ ঘোষণা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের যাবতীয় কার্যক্রম এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। ইসি’র এবারের নির্বাচনী রোডম্যাপেও থাকবে দুই ডজনের বেশি নির্বাচনী প্রস্তুতিমূলক কার্যক্রম।
অক্টোবরের মধ্যে মূল প্রস্তুতির কাজ সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার, আচরণবিধিমালা জারি, ভোটার তালিকাসহ সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।
গণপ্রতিনিধিত্ব আদেশের ছোটখাটোসহ অন্তত ৪৪টি সংস্কার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
চলতি মাসে প্রধান উপদেষ্টার ঘোষণার পরপরই শুরু হয়ে যায় নির্বাচনের প্রস্তুতি। তার ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।