28426

08/21/2025 গাজা শহর দখলে হামলা শুরু করল ইসরাইল, নিহত আরো ৮১

গাজা শহর দখলে হামলা শুরু করল ইসরাইল, নিহত আরো ৮১

রাজটাইমস ডেস্ক: 

২১ আগস্ট ২০২৫ ১০:২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা শহর দখলের লক্ষ্যে পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু করেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সেখানে এখনো প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে রয়েছেন। এদিকে গাজায় ইসরাইলি হামলা ও জোরপূর্বক অনাহারে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজায় বুধবার অনাহার ও অপুষ্টিতে আরো তিনজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে গাজায় অনাহার ও অপুষ্টিতে এখন পর্যন্ত ২৬৯ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১১২ জনই শিশু।

দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল দলের সাবেক তারকা খেলোয়াড় মোহাম্মদ শালান। ইসরাইলি সেনাদের গুলিতে শুধু বুধবারই কমপক্ষে ৩০ জন ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছেন। দক্ষিণ গাজায় তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুতদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় আরো তিনজন নিহত হন।

ইসরায়েলের কঠোর অবরোধ এবং লাগাতার সামরিক হামলার ফলে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজা দুর্ভিক্ষের কবলে পড়েছে। জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, ইসরাইলের অবরোধ চলায় গাজায় অপুষ্টির হার ভয়াবহভাবে বাড়ছে। সংস্থাটি বলেছে, ‘এটি কেবল ক্ষুধা নয়, এটি হচ্ছে অনাহার।’

জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা শহরের প্রায় প্রতি তিন শিশুর মধ্যে একজন এখন অপুষ্টিতে ভুগছে।

সূত্র : আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]