28444

08/23/2025 রাবি পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির নেতৃত্বে আনোয়ার-আকবর

রাবি পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির নেতৃত্বে আনোয়ার-আকবর

রাবি প্রতিনিধি:

২২ আগস্ট ২০২৫ ১৮:৪৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রধান ম্যাকানিক মো. আনোয়ার হোসেনকে আহবায়ক ও ড্রাইভার আকবর আলীকে যুগ্ম-আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টায় পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির এক সাধারণ সভায় সংগঠনটির সদস্যদের সম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এদিকে পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সকল সদস্যের মতামতের ভিত্তিতে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত এ আহ্বায়ক কমিটি সমিতির সকল দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. শাহীন শেখ।

কমিটির অন্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ (কালু), সদস্য হিসাবে নির্বাচিত হলেন মো. মনিরুল ইসলাম ও মো. আলতাফ হোসেন।

সংগঠনটির যুগ্ম আহবায়ক আকবর আলী বলেন, বর্তমান কমিটির মেয়াদ আরও অনেক আগেই শেষ হয়েছে ফলে সমিতির কার্যক্রম স্থবির ছিলো। সকলের পরামর্শে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এবং তা নির্বাচন না হওয়া পর্যন্ত বহাল থাকবে। সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শে সংগঠনের উন্নয়নে কাজ করে যেতে চাই বলে জানান তিনি।

এ বিষয়ে সংগঠনটির নবনির্বাচিত আহবায়ক মো. আনোয়ার হোসেন বলেন, আমরা সকল সদস্যকে সাথে নিয়ে রাবির পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির কল্যাণে কাজ। সংগঠনটি অনেকদিন ধরে স্থবির হয়ে আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সংগঠনটির সেই আগের স্বকীয় জায়গায় ফিরিয়ে নিতে। সকলে দোয়া পরামর্শে আমরা এগিয়ে যেতে চাই বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]