08/26/2025 ডাকসুতে আনুষ্ঠানিক প্রচার শুরু আজ
রাজটাইমস ডেস্ক:
২৬ আগস্ট ২০২৫ ১১:২০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। সকাল ১০টা থেকেই প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। তবে ছাত্রীদের হলে প্রচারের সময়সীমা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
নির্বাচনী প্রচার চালানোর ক্ষেত্রে কঠোর আচরণবিধি মানতে হবে প্রতিটি প্রার্থী ও তাদের প্যানেলকে। পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে কেবল সাদাকালো ছবি ব্যবহার করা যাবে। পোস্টারে প্রার্থীর ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা নিষিদ্ধ।
বিশ্ববিদ্যালয় বা হলের যেকোনো স্থাপনা, গাছ, বৈদ্যুতিক খুঁটি, যানবাহন বা দেওয়ালে কোনো ধরনের প্রচার সামগ্রী লাগানো যাবে না। দেয়াল বা গাড়িতে রঙ, কালি, চুন বা অন্য কোনো উপাদান দিয়ে কিছু লেখাও নিষিদ্ধ।
প্রার্থী বা তার পক্ষে কেউ ফটক, তোরণ বা আলোকসজ্জা করতে পারবেন না। তবে অস্থায়ী প্যান্ডেল বা শামিয়ানা ব্যবহার করে মঞ্চ করা যাবে। কোনো ধর্মীয় স্থান, শ্রেণিকক্ষ, পাঠাগার বা পরীক্ষার হলে নির্বাচনী প্রচার চালানো যাবে না।
ভোটারদের উপহার বা বকশিশ দেওয়া যাবে না। কেউ চাইলেও খাদ্য বা পানীয় বিতরণ করতে পারবেন না। শোভাযাত্রা বা সভা করতে চাইলে অন্তত ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে।
সামাজিকমাধ্যমে প্রচার চালানো যাবে, তবে তা হতে হবে ইতিবাচক ও আইনসিদ্ধ পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কেউ এসে প্রচারে অংশ নিতে পারবেন না। প্রচার করতে গিয়ে কেউ আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ আইনানুগ দণ্ড দেওয়া হবে।
প্রচার কৌশল নিয়ে ইতোমধ্যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রস্তুতি নিয়েছেন। সামাজিকমাধ্যম, সাদাকালো পোস্টার, ব্যানার ও সরাসরি হল পরিদর্শনের মাধ্যমে প্রচার চালাতে চান অধিকাংশ প্রার্থী।