2851

05/06/2024 বিশ্বে করোনায় আক্রান্ত ৮ কোটি ৯৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৮ কোটি ৯৫ লাখ ছাড়াল

রাজটাইমস ডেক্স

১০ জানুয়ারী ২০২১ ১৭:১১

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৯৫ লাখ ৭১ হাজার ২২৯ জনে। রোববার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে তথ্যে আরো জানা যায়, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ২৪ হাজার ৬৫৯ জনে। পাশাপাশি কোভিড-১৯ থেকে বিশ্বব্যাপী ৪ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৯৬০ জন মানুষ সুস্থ হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় চীনের উহানে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।


করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ২১ লাখ ২৯ হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৭২ হাজার ৩৮৪ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৪ লাখ ৩১ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৭৯৮ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৮০ লাখ ৭৫ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২ হাজার ৬৩১ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৫৬ জনে দাঁড়িয়েছে। ৬৯২ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৩৮২ জনে পৌঁছেছে।


শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সরকারি ও বেসরকারি ১৮১ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫২৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯০৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩ লাখ ৪৪ হাজার ৩৯৯টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৩৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ৫৯ শতাংশ। নতুন যে ২২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ এবং নারী সাতজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ হাজার ৮৯৫ জন বা ৭৬ দশমিক ০১ শতাংশ এবং নারী ১ হাজার ৮৬১ জন বা ২৩ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭৮৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৩৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]