08/29/2025 রোডম্যাপ ঘোষণা: ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল
রাজ টাইমস ডেস্ক
২৮ আগস্ট ২০২৫ ১৮:৫৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোডম্যাপ অনুযায়ী ভোটগ্রহণের ৬০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ঘোষিত রোডম্যাপ অনুসারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জানিয়ে আখতার আহমেদ বলেন, ভোটগ্রহণের জন্য ২৪টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নভেম্বর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে উৎসবমুখর পরিবেশে আনতে চায় নির্বাচন কমিশন। এজন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত কমিশন। ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ করা হবে। এ সংলাপ চলবে অক্টোবর মাস পর্যন্ত। ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করে হবে।
তফসিল কবে এবং ভোট কবে হবে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দেব। আমাদেরকে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, আগামী রমজানের আগে ভোট করার জন্য। আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু। আবার রমজান তো চাঁদ দেখার উপর নির্ভরশীল। এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন।
নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার দুই মাস আগে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে— এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য জেলা নির্বাচন অফিসার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে।
এছাড়া তফসিল ঘোষণার ১০ দিন আগে নিকটবর্তী টেকঅফ ও ল্যান্ডিং স্টেশন নির্দিষ্ট করে সম্ভাব্য ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যার ভিত্তিতে যাতায়াতের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নির্ধারণ করে হেলিকপ্টার সহায়তা সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করতে হবে।