09/02/2025 বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া
রাজটাইমস ডেস্ক:
২৯ আগস্ট ২০২৫ ১৫:১৭
প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে।
দেশটির চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণাবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে।
সব কিছু ঠিক থাকলে আগামী দুই বছর বা তারও কম সময়ের মধ্যেই বাজারে আসার জোর সম্ভাবনা আছে এই টিকার।