28540

08/30/2025 ইসরাইলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো তুরস্ক

ইসরাইলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো তুরস্ক

রাজটাইমস ডেস্ক: 

২৯ আগস্ট ২০২৫ ২০:৪৫

ইসরাইলি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে তুরস্ক। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আঙ্কারায় গাজা বিষয়ক একটি বিশেষ সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিদান বলেন,‘ আমরা ইসরাইলের সঙ্গে আমাদের বাণিজ্য পুরোপুরি ছিন্ন করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরাইলি বন্দরে যেতে দিচ্ছি না এবং তাদের বিমানগুলোকে আমাদের আকাশসীমায় প্রবেশ করতে দিচ্ছি না।’

সম্প্রতি তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের সাথে সমুদ্র পরিবহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যদিও তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি জাহাজগুলোকে তুরস্কে ডক করতে দেওয়া হয়নি এবং তুর্কি পতাকাবাহী জাহাজগুলোকে ইসরাইলের বন্দরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় ইসরাইলের হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘হিটলারের’ সাথে তুলনা করেছেন। গত নভেম্বরে ইসরাইলি রাষ্ট্রপতির বিমানকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তকেও এই কঠোর অবস্থানের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য,তুরস্ক ২০২৩ সালের মে মাসে ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয়, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]