28556

09/03/2025 ফের রাকসুর মনোনয়ন পত্র বিতরণ শুরু

ফের রাকসুর মনোনয়ন পত্র বিতরণ শুরু

রাবি প্রতিনিধি:

৩১ আগস্ট ২০২৫ ১৬:০৩

ছাত্রদলের দেওয়া তালা ভেঙে শিক্ষার্থীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে পড়ার পর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ফলে ফের মনোনয়ন পত্র বিতরণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এদিকে মনোনয়ন পত্র নিতে ভীড় জমিয়েছেন ছাত্রশিবিরের প্যানেল, সাধারণ শিক্ষার্থী ও সাবেক সমন্বয়করা।

এবিষয়ে রাকসু'র কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেতাউর রহমান বলেন, মনোনয়ন পত্র বিতরণের কাজ ফের শুরু হয়েছে। যারা মনোনয়ন পত্র সংগ্রহ করতে আগ্রহী তাদেরকে আজই মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে।

এর আগে সকাল ৯টা থেকে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয়। পরবর্তীতে দীর্ঘ সময় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের সাথে মুখোমুখি অবস্থানের ফলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি।

অন্যদিকে বহিরাগত ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় চটে যান শিক্ষার্থীরা এবং এক পর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ের একপাশে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]