28571

11/06/2025 ডাচদের হারিয়ে টানা তৃতীয় সিরিজ জয় বাংলাদেশের

ডাচদের হারিয়ে টানা তৃতীয় সিরিজ জয় বাংলাদেশের

রাজ টাইমস ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৯

এশিয়া কাপের আগে দারুণ এক সাফল্য পেল বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করল টাইগাররা। তাও এক ম্যাচ হাতে রেখেই। আসন্ন টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতেই তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।

আর তাতে ভালোভাবেই পাস করল লিটন দাসের দল। ডাচদের দেওয়া ১০৪ রানের ছোট লক্ষ্য ৪১ বল হাতে রেখে ৯ উইকেটেই পেরিয়ে যায় লাল-সবুজের দল। এটি নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে টানা তিন সিরিজ জিতল বাংলাদেশ, এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকেও সিরিজ হারিয়েছেন লিটনরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার শুরুটা করেছিলেন ভালোই। ডাচ বোলাররা কিছুটা চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত তারা বাধা হয়ে দাঁড়াতে পারেননি। পারভেজ ইমন ও তানজিদ তামিম মিলে উদ্বোধনী জুটিতে গড়েন ৪০ রানের জুটি। ২১ বলে ২৩ রান করে ইমন আউট হলেও তামিম শেষ পর্যন্ত পেয়েছেন নিজের ফিফটির দেখা।

দলীয় ৪০ রানে ইমন আউট হওয়ার পর লিটনের সঙ্গে অপরাজিত ৬৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তামিম। ৩৯ বলে ফিফটি করা এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ রান। অপরপ্রান্তে লিটন অপরাজিত ছিলেন ১৮ বলে ১৮ রান করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]