09/03/2025 আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮.৯ শতাংশ
রাজ টাইমস ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮
প্রবাসী বাংলাদেশিরা আগস্ট মাসে ২ হাজার ৪২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৮ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২৪ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিলো ২ হাজার ২২৪ মিলিয়ন মার্কিন ডলার।
সর্বশেষ এ প্রবাহ যুক্ত হওয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে রেমিট্যান্স প্রাপ্তির হার আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৯শ’ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছিল ৪ হাজার ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দেশে রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।