28580

09/03/2025 ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৩

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় আবদুর রশিদ দেওয়ান (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের উপজেলার নয়াপুকুর নামক মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি পাশ্ববর্তী রামরামপুর (মনিপুর) গ্রামের মৃত মনছের আলী দেওয়ানের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাস্তা পারাপার হওয়ার সময়ে একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে মাথার বামদিকে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ছিলেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (২৮) গুরত্বর আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সে দূর্গাদহ এলাকার মুকুল হোসেন এর ছেলে। উপজেলার আড়ানগর গ্রামে জানাজা নামাজে অংশগ্রহণ করার পথে এ দূর্ঘটনাটি ঘটে।

ওসি ইমাম জাফর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]