28593

09/05/2025 আজ নেদারল্যান্ডসকে বাংলাওয়াশ করার পালা

আজ নেদারল্যান্ডসকে বাংলাওয়াশ করার পালা

রাজ টাইমস ডেস্ক :

৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৫

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার মিশনে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেটে সন্ধ্যা ছ'টায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচ সিরিজে ২-০'তে এগিয়ে টাইগাররা।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স খুব ভালো নয়। যদিও গত দুই মাসে টানা তিনটি সিরিজ জিতেছে টাইগাররা। শ্রীলংকার মাটিতে ২-১ এ জয়ের পর, হোম সিরিজে পাকিস্তানকে ২-১ এ হারিয়েছে। এরপর ডাচদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ সহজেই জিতে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। যদিও এ বছরই আমিরাত ও পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি হচ্ছে মূলত এশিয়া কাপের প্রস্তুতির লক্ষ্যে। ডাচদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বোলাররা তাদের পারফরম্যান্স সফলভাবে তুলে ধরেছেন। কিন্তু দু'টি ম্যাচেই ডাচরা বেশি রানের টার্গেট দিতে না পারায়, বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য ভালোভাবে প্রমাণ হয়নি।

বিশেষ করে জুলিয়ান উডের অধীনে 'পাওয়ার হিটিংয়ে' কতটা উন্নতি হয়েছে, সেই চিত্র তুলে ধরতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। দুই ম্যাচে অবশ্য লিটন দাস ও তানজিদ হাসান তামিম, দুজনই সুযোগ কাজে লাগিয়ে অপরাজিত ফিফটি তুলে নিয়েছেন।

দলীয় শক্তিতে নেদারল্যান্ডস অনেক পিছিয়ে আছে। তাদের বোলিং আক্রমণও দুর্বল। তাই ম্যাচ জয় ছাড়া, এই সিরিজে এশিয়া কাপের প্রস্তুতি কতটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। টি-টোয়েন্টিতে ডাচদের বিপক্ষে এ পর্যন্ত সাত ম্যাচ খেলে ছয়টিতে জয় এবং একটিতে হেরেছে বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]