28594

09/05/2025 টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড রশিদের

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড রশিদের

নিজস্ব প্রতিনিধি

৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭

সাকিব আল হাসান ও টিম সাউদি সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরে তো সাকিব টি-টোয়েন্টি থেকে অবসরই নিয়েছেন। তাদের দুজন দীর্ঘদিন না খেলায় রশিদ খান চূড়ায় উঠে গেছেন খুব সহজেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড ভেঙে দিয়েছেন রশিদ।

শারজায় ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন উইকেট নিয়ে নতুন কীর্তি গড়েছেন এ আফগান অধিনায়ক। ক্রিকেটের এই সংস্করণে গড়েছেন সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড।

টি-টোয়েন্টিতে রশিদের উইকেট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫। ৯৮টি ম্যাচে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে উইকেট শিকারের তালিকায় সবার ওপরে পৌঁছে গেছেন এ তারকা লেগ স্পিনার। ১২৬ ম‍্যাচ খেলে ১৬৪ উইকেট পেয়ে এত দিন চূড়ায় ছিলেন টিম সাউদি। এবার এ কিউই পেসারকে টপকে গেলেন রশিদ।

১৫০ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। সাকিব আল হাসান পড়ে রয়েছেন চার নম্বরে। আর ১৪২ উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান আছেন পাঁচে। শুধু তাই নয়, মোস্তাফিজের সামনে এখন বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ উইকেট নেওয়ার প্রবল সম্ভাবনার হাতছানি।

খুব বেশি দিনের আগের কথাও নয়, যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় রাজত্ব করতেন সাকিব আল হাসান। তখন রশিদ খান আর টিম সাউদি ছিলেন লিস্টে সাকিব থেকে অনেকটা দূরে। পরে সর্বোচ্চ উইকেট শিকারির শ্রেষ্ঠত্ব নিয়ে সাকিব ও সাউদির মধ্যে ইঁদুর-বিড়াল লড়াই চলেছে এক সময়। সেগুলো এখন পুরোনো ইতিহাস।

বাংলাদেশের হয়ে সাকিব প্রথমবার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বনে যান ২০২১ টি-টোয়েন্টির বিশ্ব আসরে। সাকিব টপকে গিয়েছিলেন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবকে (১২২ উইকেট) পেছনে ফেলেন কিউই তারকা সাউদি। নিউজিল্যান্ডের এ তারকা পেসারকে সাকিব পরে পেছনে ফেলেন ২০২৩ সালের মার্চে- আইরিশ সিরিজে। ওই বছরের আগস্টে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান সাউদি। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের কীর্তিও গড়েছেন এই পেসার। দুজনের দ্বৈরথ চলাকালে তালিকার তিনে ছিলেন রশিদ।

টি-টোয়েন্টির সর্বাধিক উইকেট শিকারি

বোলার দেশ উইকেট

রশিদ খান আফগানিস্তান ১৬৫

টিম সাউদি নিউজিল্যান্ড ১৬৪

ইশ সোধি নিউজিল্যান্ড ১৫০

সাকিব আল হাসান বাংলাদেশ ১৪৯

মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ১৪২

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]