2860

05/03/2025 বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল

বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল

রাজটাইমস ডেস্ক

১০ জানুয়ারী ২০২১ ২৩:২৮

বঙ্গবন্ধু হত্যার খুনি মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জন মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক গেজেটে এই তথ্য জানানো হয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সুপারিশের আলোকে তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গত ৫ জানুয়ারি গেজেট হয়। তবে সেই গেজেট রবিবার প্রকাশ করা হয়।

ইতিপূর্বে গত ১৯ নভেম্বর (জামুকা) ৭০তম সভায় সেনাবাহিনীর বরখাস্ত রিসালদার মোসলেহ উদ্দিনসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করা হয়। সেই সুপারিশের প্রেক্ষিতে তাদের সনদ বাতিল করে গেজেট প্রকাশ করা হলো।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেহ উদ্দিনসহ পাঁচজন পালিয়ে আছেন, যাদের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের খেতাব পেয়েছিলেন। হাই কোর্ট এক আদেশে তাদের সেই খেতাব স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।


  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]