09/08/2025 ফরিদপুরে ২০ জনকে কামড়ানো সেই পাগলা ঘোড়ার মৃত্যু
রাজ টাইমস ডেস্ক :
৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৫
ফরিদপুরের বোয়ালমারীতে ২০ জনকে কামড়ানো সেই পাগলা ঘোড়া মারা গেছে। তবে ঘোড়াটির মালিকের খোঁজ পাওয়া যায়নি।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা বিশ্বাস পাড়া রবিউল মোল্লার বাড়ির পাশে একটি বাগানে ঘোড়াটি মারা যায়।
ওই এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন বলেন, আমাদের এলাকার ইমরুল ও জাকারিয়া নামের দুই যুবক চৌরাস্তা এলাকায় পাগলা ঘোড়াটি দেখতে পেয়ে ধাওয়া করে এই এলাকায় নিয়ে আসে। পরে ওই স্থানে আসার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ে। প্রাণিসম্পদ কর্মকর্তাসহসহ অফিসের লোকজন এসে দেখে চলে যাওয়ার পরে অসুস্থ অবস্থায় সন্ধ্যার আগে ঘোড়াটি মারা যায়।
তিনি আরো বলেন, পরে পুলিশ এসে পৌরসভায় যোগাযোগ করতে বলে চলে যায়। পৌরসভায় যোগাযোগের পর তারা ঘোড়াটিকে কবর দিয়ে দিতে বললে স্থানীয়রা মাটি খুড়ে ঘোড়াটিকে কবর দেন।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ রহমান বলেন, যারা ঘোড়াটির মাধ্যমে আক্রান্ত হয়েছেন, তাদের অতিসত্বর জলাতঙ্ক রোগের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘোড়াটি সম্ভবত জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল। যার কারণে ঘোড়াটি পাগলা হয়ে যায়। আর এ জাতীয় প্রাণী দুই-একদিনের মধ্যে মারা যাওয়ার সম্ভবনা থাকে। সেক্ষেত্রে অসুস্থ ঘোড়াটি মারা গেছে বলে জানতে পেরেছি। যাদের কামড় দিয়েছে তাদের অবশ্যই র্যাবিস ভ্যাকসিন নিতে হবে।