28663

09/10/2025 রাকসুর প্রচারণায় নেমেছেন ছাত্রশিবির-ছাত্রদল প্যানেলের নেতাকর্মীরা

রাকসুর প্রচারণায় নেমেছেন ছাত্রশিবির-ছাত্রদল প্যানেলের নেতাকর্মীরা

রাবি প্রতিনিধি:

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের প্যানেল ঘোষণার পর এবার নির্বাচনী প্রচারণায় নেমেছেন ছাত্রশিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' ও ছাত্রদল মনোনীত প্যানেলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে প্রচারণায় অংশ নিতে দেখা যায় দুই প্যানেলের নেতাকর্মীদের।

সরেজমিনে গিয়ে দেখা, বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে শিক্ষার্থীদের সাথে গণসংযোগ করছেন ছাত্রশিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর। এসময় একই জায়গায় প্রচারণা করতে গিয়ে মুখোমুখি হোন শীর্ষ এই দুই দলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ শেখ নূর উদ্দিন আবির। এসময় দু'জন সাক্ষাৎ করেন এবং একে অপরের প্রতি সহযোগিতার প্রত্যাশা রাখেন।

এসময় রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা রাকসু নির্বাচনের কার্যক্রমকে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের বন্ধুপ্রতীম সংগঠন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবীর ভাইও শিক্ষার্থীদের মাঝে রাকসু নির্বাচনের আমেজ ফিরিয়ে আনতে কাজ করছেন।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর ছাত্রলীগ ব্যতীত আমরা সবাই এক। এখানে আমরা কেউ একে অপরের প্রতিদ্বন্দ্বী নই, বরং আমরা সবাই প্রতিযোগী। আজ যদি ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তবে রাকসু নির্বাচনের আমেজও শিক্ষার্থীদের মাঝে ফিরে আসবে এবং মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে প্রতিফলিত হবে। রাকসু নির্বাচনে যেই প্রার্থী জিতুক জয় হবে আমাদের সবার।

ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, ইতিমধ্যেই রাকসুর আমেজ শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে। যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করার অনুমতি নেই, তাই আমরা শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হচ্ছি এবং সবার কাছে দোয়া চাইছি। আমরা সকলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাকসু নির্বাচনের ফলাফল যাইহোক না কেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীবান্ধব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]