28674

09/11/2025 ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালিয়েছে ইসরাইল

৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালিয়েছে ইসরাইল

রাজ টাইমস ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:২০

৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালিয়েছে ইসরাইল। এমন অবস্থায় হামাস নেতাদের আশ্রয়দাতা দেশগুলোকে হামলার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এদিকে, দোহায় হামলার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুলরহমান আল থানি।

কাতারের রাজধানী দোহায় ইসরাইলের হামলার নিন্দায় প্রধানমন্ত্রী আল থানি বলেছেন, সার্বভৌমত্বের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, হুমকির পরোয়া না করে ফিলিস্তিনে চলমান বর্বরতা বন্ধের জন্য শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা অব্যাহত রাখবে কাতার। ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ তুলে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।

এর আগে, দোহায় হামলা-হত্যাকাণ্ডের পক্ষে সাফাই দিয়ে এধরনের হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। এমন পরিণতি থেকে বাঁচতে হলে হামাসের সাথে সংশ্লিষ্টদের আশ্রয় না দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সেপ্টেম্বরের আট থেকে ১০ তারিখের মধ্যে মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকায় অবস্থিত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরাইল। হত্যা করা হয়েছে ফিলিস্তিনের গাজায় অন্তত ৭০জন, ইয়েমেনে অন্তত ৩৫ জনসহ শতাধিক মানুষকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]