28679

09/11/2025 জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

রাজ টাইমস ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বসুন্ধরাস্থ আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন রাশিয়ার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এ্যানটন চেরনোভ।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। পরে বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ঢাকা-মস্কো দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।

এ সময় রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি ভবিষ্যতেও দৃঢ় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়া, মস্কোতে আয়োজিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য আমীরে জামায়াতকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। ডা. শফিকুর রহমান সেই আমন্ত্রণ গ্রহণ করেন।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]