28694

09/13/2025 জাকসুর ভোট গণনা আবার শুরু

জাকসুর ভোট গণনা আবার শুরু

রাজ টাইমস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কর্মকর্তার নির্দেশে এ ভোট গণনা শুরু হয়।

এর আগে বিকেল ৫টার পরে হঠাৎ ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম গণমাধ্যমকে বলেন, পূর্বের ন্যায় ম্যানুয়ালি ভোট গণনা চলতে থাকবে। তবে ভোট গণনা টিমের সংখ্যা বাড়ানো হবে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]